কালিগঞ্জে শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত 


Sarsa Barta প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৪, ৯:৩০ অপরাহ্ণ /
কালিগঞ্জে শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

মো: নুরুল আমিন।, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: শিক্ষার গুণগত মান উন্নয়নে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সোমবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।

তিনি বলেন, দেশ উন্নয়ন করতে হলে শিক্ষার মানোন্নয়নের কোন বিকল্প নাই। বিদ্যালয় পরিস্কার পরিচ্ছন্নতা, প্রতিষ্ঠান প্রধানের আবেদন সাপেক্ষ সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত প্রতিষ্ঠান পরিচালনা, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ভর্তি ফিস নীতিমালা-২০২৪

অনুযায়ী সেশন চার্জসহ ভর্তি ফি ৫০০ টাকা ও টিউশন ফিস নীতিমালা-২০২৪ অনুযায়ী টিউশন ফিসসহ অন্যান্য ফিস নিতে হবে। সরকারি নীতিমালা বহির্ভূত শিক্ষার্থীদের নিকট থেকে কোন অর্থ আদায় করা যাবে না।

এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: বাকী বিল্লাহ, কালিগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা: কামরুন্নাহার, ডি আর এম আইডিয়াল কলেজের অধ্যক্ষ শেখ আবুল বাসার, কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: হায়াত আলী, ডা: মুজিব রুবী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, ঘোনা দাখিল মাদ্রাসার সুপার নজরুল ইসলাম, তারালী আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু দাউদ, সন্ন্যাসীর চক ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক সফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন কালিগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, মাদ্রাসা সমিতির সাধারণ সম্পাদক শফিউল্লাহসহ উপজেলার সাতটি কলেজ, চল্লিশটি মাধ্যমিক বিদ্যালয় ও পঁচিশটি মাদ্রাসার প্রধানগণ প্রমুখ।