ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন বলেছেন, গাজার উত্তরাঞ্চলে ইসরায়েল ‘জাতিগত নিধন’ চালাচ্ছে। ইসরায়েলি চ্যানেল ডেমোক্র্যাটটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন কথা বললেন। মোশে ইয়ালন অধিকৃত পশ্চিম তীর ও গাজায় নেতানিয়াহুর ডানপন্থী সরকারের নীতির সমালোচনা করে বলেন, আমাদের দখলদারিত্ব, সংযুক্তি, জাতিগত নিধনের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে।
২০১৩-২০১৬ সালে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা ইয়ালন জোর দিয়ে বলেন, গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকাণ্ড ‘জাতিগত নিধনের’ শামিল।
এ সময় সাক্ষাৎকার গ্রহণকারী আশ্চর্য হয়ে বাধা দিয়ে জিজ্ঞেস করেন, ‘আমি কি আপনার কথা ঠিক শুনেছি? গাজার উত্তরাঞ্চলে জাতিগত নিধন- আপনি কি মনে করেন আমরা সেই পথেই আছি?’
জবাবে ইয়ালন বলেন, ‘কোন পথে? কী ঘটছে সেখানে? বেইত লাহিয়া এখন আর নেই, বেইত হানুন আর নেই, আর এখন তারা (ইসরায়েলি সেনাবাহিনী) জাবালিয়া নিয়ে কাজ করছে। তারা আরবদের এলাকা সাফ করে ফেলেছে।
ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে পুনরায় সংগঠিত হওয়া ঠেকাতে গত ৫ অক্টোবর থেকে গাজার উত্তরাঞ্চলে বড় ধরনের স্থল আক্রমণ শুরু করে ইসরায়েল।
ফিলিস্তিনিদের অভিযোগ, ইসরায়েল ওই এলাকা দখল করতে চাইছে এবং সেখানকার বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করতে চাইছে।
গত বছরের অক্টোবরে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত হামলার পর ইসরায়েলি তাণ্ডবে প্রায় ৪৪,৪০০ মানুষ নিহত এবং ১ লাখ ৫ হাজারেরও বেশি আহত হয়। এরপরও গাজা উপত্যকায় গণহত্যা চলমান রয়েছে।
গাজায় গণহত্যার দ্বিতীয় বছরে ক্রমবর্ধমান আন্তর্জাতিক নিন্দার ঝড় বইছে। জাতিসংঘ থেকে শুরু করে ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিসও ইসরায়েলি বর্বরতার নিন্দা করে আসছে।
গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। গাজায় প্রাণঘাতী যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও রয়েছে।
আপনার মতামত লিখুন :