শার্শায় উপজেলা প্রশাসনের ৩শ’ বিঘা সরকারি জমি উদ্ধার 


Shohel Rana প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৪, ৭:০৪ অপরাহ্ণ /
শার্শায় উপজেলা প্রশাসনের ৩শ’ বিঘা সরকারি জমি উদ্ধার 

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের শার্শায় বেনাপোল পৌরসভার সাবেক মেয়র ও বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের দখলে থাকা ৩শ’ বিঘা সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্বারের পর বাঁশের খুটি ও লাল পতাকা দিয়ে এসব জমির সীমানা চিহ্নিত করে দেওয়া হয়েছে।

জানা যায়, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর মৌজায় প্রভাব খাটিয়ে সরকারি ৯৮.৫৮ একর (ধানি) প্রায় ৩শ’ বিঘা জমি দখল করে ৪৭ জন মালিক দখল করে চাষ করে আসছিল। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে অভিযান চালিয়ে দখলকৃত জমি বাঁশের খুঁটি ও লাল পতাকা সম্বলিত ফ্ল্যাগ দিয়ে সীমানা চিহ্নিত করে জমিগুলো দখলমুক্ত করেন।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. কাজী নাজিব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল থেকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাদের নিয়ে সরকারি জমি দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেন। সব ধরনের অনিয়ম ও দখলদারদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।