নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ ৭,১৫,০০০/-(সাত লক্ষ পনের হাজার) টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট, বেনাপোল আইসিপি, শিকারপুর, শাহজাদপুর বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
আমড়াখালী চেকপোস্টের আভিযানিকদল চেকপোস্টের সামনে যাত্রীবাহী বাস তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১,২৫,৪০০/-(এক লক্ষ পঁচিশ হাজার চারশত) টাকা মূল্যের ভারতীয় শাড়ী, চাদর এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী আটক করে।
শিকারপুর বিওপির আমতলা থেকে গাড়ি তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৫২,০০০/-(বায়ান্ন হাজার) টাকা মূল্যের ভারতীয় কম্বল আটক করে।
বেনাপোল বিওপি নামাজ গ্রামে মালিকবিহীন অবস্থায় ১,৫৫,৩০০/-(এক লক্ষ পঞ্চান্ন হাজার তিনশত) টাকা মূল্যের ভারতীয় শাড়ী, থ্রী পিস, চাদর এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী আটক করে।
শাহজাদপুর বিওপি কাবিলপুরের মাঠ থেকে ৯,৬০০/-(নয় হাজার ছয়শত) টাকা মূল্যের ভারতীয় ২৪ বোতল ফেন্সিডিল আটক করে।
বেনাপোল আইসিপি’র সদস্যরা আন্তজার্তিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে ভারত থেকে আসা পাসপোর্টধারী যাত্রীদের ব্যাগ তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২,১৬,২৫০/-(দুই লক্ষ ষোল হাজার দুইশত পঞ্চাশ) টাকা মূল্যের ভারতীয় চাদর, পাতার বিড়ি, কম্বল এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী আটক করে।
আমড়াখালী চেকপোস্টের সামনে বাস তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১,৫৬,৪৫০/-(এক লক্ষ ছাপ্পান্ন হাজার চারশত পঞ্চাশ) টাকার ভারতীয় ১৪৯ টি Sraedtler পেন্সিল আটক করে।
আপনার মতামত লিখুন :