শহীদ আবু সাঈদের সমাধীতে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন


Sarsa Barta প্রকাশের সময় : জানুয়ারি ৮, ২০২৫, ৭:৫১ অপরাহ্ণ /
শহীদ আবু সাঈদের সমাধীতে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও সমন্বয়ক শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত পৌনে ১১টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়ায় বাবনপুর গ্রামে উপাচার্যগণ শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন।

উপাচার্যগণ হলেন- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

কবর জিয়ারত শেষে তারা ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। এ সময় তারা শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের খোঁজ নেন এবং তাদের সঙ্গে কথা বলেন।