চৌগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত-১


Sarsa Barta প্রকাশের সময় : জানুয়ারি ১০, ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ণ /
চৌগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত-১

যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় রিপন হোসেন (১৮) নামে এক কিশোর নিহত হয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় কোটচাঁদপুর-কালিগঞ্জ সড়কের এলাঙ্গি এলাকায় এ ঘটনা ঘটে। রিপন হোসেন উপজেলার নারায়নপুর ইউনিয়নের কাঁদবিলা গ্রামের লুকমান হোসেনের ছেলে বলে জানা গেছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রিপন হোসেন পারিবারিক কাজে মোটরসাইকেলযোগে কোটচাঁদপুর বাজারে যাচ্ছিলেন। তিনি কোটচাঁদপুর এলাঙ্গি এলাকায় পৌঁছালে বিপরিতগামী একটি আলমসাধু তাকে চাপা দিয়ে চলে যায়। এ সময় তিনি গুরুত্বর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কোটচাঁদপুর সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) শাহিনুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।