নিজস্ব প্রতিবেদক: যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে ০১ জন আসামীসহ ০৩ কেজি গাঁজা, বিদেশী মদ, নেশা জাতীয় ট্যাবলেট, শাড়ী, চাদর, মলম, ঔষধ, বাইসাইকেল এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছেন।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, সোমবার (১৩ জানুয়ারি) ধান্যখোলা বিওপি, আমড়াখালী চেকপোস্ট,বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ (ছয় লক্ষ উনচল্লিশ হাজার সাতশত একান্ন) টাকা মূল্যের ০৩ কেজি গাঁজা, বিদেশী মদ, নেশা জাতীয় ট্যাবলেট, শাড়ী, চাদর, মলম, ঔষধ, বাইসাইকেল এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত আসামি যশোরের বেনাপোল পোর্ট থানার স্বরবাংহুদা গ্রামের অলিয়ার রহমানের ছেলে আসাদুর রহমান (৪০)।
বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়।
বিজিবি সূত্র আরো জানান, জব্দকৃত বিভিন্ন ভারতীয় পণ্য কাস্টমে জমা করা হয়েছে এবং আটক মাদকদ্রব্য ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে। আটককৃত আসামিকে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :