আইএফআইসি ব্যাংক নাভারণ উপশাখার কম্বল বিতরণ 


Sarsa Barta প্রকাশের সময় : জানুয়ারি ১৬, ২০২৫, ১১:১২ অপরাহ্ণ /
আইএফআইসি ব্যাংক নাভারণ উপশাখার কম্বল বিতরণ 

সাবা রিপোর্টঃ আইএফআইসি ব্যাংক লিমিটেড এর উদ্যোগে দেশের ৬০০ শ’র বেশি শাখায় একযোগে দুঃস্থ গরীবদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজারে আইএফআইসি ব্যাংকের উপ-শাখায় আজ বৃহস্পতিবার সকাল ১১টায় প্রায় ত্রিশজন অসহায় গরীবদের মাঝে নিজ হাতে কম্বল বিতরণ করেন ইন চার্জ জনাব অনিক ইসলাম।

এ ছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের ট্রান্সজেকশান সিনিয়র অফিসার জনাব তন্ময় পাল এবং অন্যান্য কর্মচারী কর্মকর্তাগণ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা থেকে প্রকাশিত অনলাইন ও প্রিন্ট মিডিয়া সারসা বার্তার প্রকাশক-সম্পাদক কবি সালাম গফফার ছন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার সূধী এবং ব্যাংকের অগণিত সেবা গ্রহণকারী বৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে ইন চার্জ অনিক ইসলাম ব্যাংকে লেনদেনকারি ক্লায়েন্টদের সাথে কুশল বিনিময় করেন এবং আইএফআইসি ব্যাংকের সেবার সম্পর্কে জানতে চান। একই সাথে এ ব্যাংক সুখে দুঃখে সকল গ্রাহকদের পাশে থেকে সেবা দিয়ে যাবেন বলে অভিমত ব্যাক্ত করেন জনাব ইসলাম।

জনাব অনিক ইসলাম আরো বলেন আইএফআইসি ব্যাংক সারা দেশে তিন দিনে ৬শ’র বেশি শাখা একযোগে দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে শীত মৌসুমে গরীবদের মাঝে কম্বল বিতরণ করে আসছে। আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।