উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন – ছবি – ইন্টারনেট
নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, হয়তো আমরা আর বেশি দিন নাই। কিন্তু এই চোরদের দ্বারা নির্বাচন আর করিয়েন না ।
আজ শনিবার সকালে ভোলার মনপুরা চর কলাতলী ইউনিয়নের ঢালচরে আলহাজ্ব চৌধুরী কামাল উদ্দিন লঞ্চঘাটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, আপনারা সব দেখেছেন এবং জানেন, আমার দুঃখ লাগে এদেশের কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার হয়ে গেছে। এই টাকাগুলো দেশে থাকলে অনেক উন্নয়ন হতো। এখন কোনো কাজ করতে গেলে চিন্তা হয় আমাদের। দুর্নীতি এমন জায়গায় চলে গেছে, যা ওদের রক্তের সাথে মিশে গেছে।
তিনি বলেন, এক শ’ টাকার জিনিস দুই- তিন শ’ টাকায় তৈরি করতে হয়। এখন দ্বীপবাসী চিন্তা করবেন, কাকে দিয়ে আপনাদের উপকার হবে।
আপনার মতামত লিখুন :