শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া


Shohel Rana প্রকাশের সময় : জানুয়ারি ১৯, ২০২৫, ৭:১৯ পূর্বাহ্ণ /
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া

নিজস্ব প্রতিবেদকঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে শনিবার (১৮ জানুয়ারি) আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী চিকিৎসক, নার্স এবং হাসপাতালের বিভিন্ন শ্রেণির কর্মচারীরা এই আয়োজন করেছেন।

হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির আহবায়ক ডা. অধ্যাপিকা নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোজাম্মেল হোসেন, ডা.এসএম আবু আহসান লাল্টু এবং ডা.একেএম মেসবাহ উর রহমান।

ডা. উবায়দুল কাদির উজ্জলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডা. হারুন অর রশিদ, ডা. শরিফুল আলম খান, ডা. ওয়াহিদুজ্জামান আজাদ, ডা. আহসান কবীর বাপ্পী, ডা. মনিরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. রবিউল ইসলাম তুহিন।

আলোচনা সভায় জিয়াউর রহমানের জীবন ও কর্মের ওপর আলোকপাত করা হয় এবং তার অবদানের কথা স্মরণ করা হয়। বিশেষ করে, তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের উন্নয়নে যে ভূমিকা রেখেছিলেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।