শেখ নাজমুল ইসলাম: মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে যশোর জেলা প্রশাসনের উদ্দোগে কেসবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে শুরু হতে যাচ্ছে মধু মেলা ২০২৫ |
২৪ জানুয়ারী হইতে ৩০ জানুয়ারী পর্যান্ত চলবে মধু মেলা ৷ সপ্তাহব্যাপি উক্ত মেলায় বিভিন্ন বিনোদন মূলক ব্যাবস্থা সহ প্রতিদিন থাকবে দেশ বরেন্য লেখক , কবি ও সাহিত্যিক দের মূল্যবান আলোচনা ৷ সার্কাস , যাদু প্রদর্শনী, মৃত্যুকুপ, শিশু বিনোদন ও কুঠির শিল্প সামগ্রী ইত্যাদী বিষয় গুলি বিনোদনের জন্য থাকছে ৷
উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: জাকির হোসেনের পরামর্শ ও দিক নির্দেশনায় মধু মেলা ২০২৫ সার্থক ও সুন্দর করে তোলার চেস্টা চলছে ৷ এ বিষয়ে উপজেলা প্রশাসন সকল শ্রেনী পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করছে ৷
আপনার মতামত লিখুন :