বিজিবি দক্ষিণ-পশ্চিম রিজিয়ন ও যশোর ব্যাটালিয়নের ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত


Al Amin প্রকাশের সময় : জানুয়ারি ২১, ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ণ /
বিজিবি দক্ষিণ-পশ্চিম রিজিয়ন ও যশোর ব্যাটালিয়নের ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক: সোমবার (২০ জানুয়ারি) সকলের স্বতঃস্ফুর্ত ও প্রাণবন্ত উপস্থিতিতে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর, যশোর ও যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।

গত ২০ জানুয়ারি ২০১৩ তারিখে পতাকা উত্তোলনের মাধ্যমে পিলখানা, ঢাকায় দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর এবং ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা লাভের পর হতে সকল স্তরের সদস্যগণ সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছে। আভিযানিক কর্মকান্ড, চোরাচালান প্রতিরোধ এবং মাদক পাচার বিরোধী অভিযানে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে অবস্থিত রিজিয়ন সদর দপ্তর, যশোর এবং যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) উল্লেখযোগ্য সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় দক্ষিণ-পশ্চিম রিজিয়ন এবং ৪৯ বিজিবি এর সকল কর্মকর্তাগণ ও অন্যান্য সদস্যরা তাদের ঐকান্তিক প্রচেষ্টা, দক্ষতা এবং কর্তব্য নিষ্ঠার মাধ্যমে সফলতার সাথে দায়িত্ব পালন করে।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ূন কবীর, পিএসসি, রিজিয়ন কমান্ডার দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর, যশোর।

এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ ঊর্ধ্বতন সরকারী-বেসরকারী কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রিজিয়ন সদর দপ্তর, যশোর ও যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর সকল কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা, বিভিন্ন পদবীর সদস্য ও অসামরিক কর্মচারী উপস্থিত ছিলেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. কাজী নাজিব হাসান, বেনাপোল স্থল বন্দরের পরিচালক মোঃ মামুন কবীর তরফদার, বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূইয়া, সহকারী পরিচালক কাজী রতন, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, দৈনিক স্পন্দন’র নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, বেনাপোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল মাহবুব, বেনাপোল বন্দর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমানসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনা করেন ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী ও উপস্থাপনা করেন উপ-অধিনায়ক মেজর ফারজিন ফাহিম।