সাবেক এমপি শাহীন চাকলাদারের ৪ বছরের কারাদণ্ড


Sarsa Barta প্রকাশের সময় : জানুয়ারি ২২, ২০২৫, ৯:৫৭ অপরাহ্ণ /
সাবেক এমপি শাহীন চাকলাদারের ৪ বছরের কারাদণ্ড

শাহীন চাকলাদার – ছবি : বাসস

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং ৩৮ লাখ তিন হাজার ৬৮৫ টাকার সম্পদ বাজেয়াপ্ত করার আদেশও দেয়া হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) যশোরের বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) মো: সিরাজুল ইসলাম রায়ের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

আসামিপক্ষের আইনজীবী গাজী আব্দুল কাদির বলেন, ‘শুনেছি দুদকের মামলায় শাহীন চাকলাদারের বিরুদ্ধে এমন একটি রায় দেয়া হয়েছে। তবে ক্লায়েন্টের সাথে কথা না বলে কোনো মন্তব্য করতে পারছি না।’

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না শাহীন চাকলাদার। তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন আদালত।

দুদক জানায়, ৩৮ লাখ টাকার সম্পদ গোপন করায় ২০০৮ সালের ৩০ মার্চ আওয়ামী লীগ নেতা শাহীন চাকলাদারের নামে মামলা করেন দুদক যশোরের তৎকালীন উপ-পরিচালক মঞ্জুর মোর্শেদ। ২০০৯ সালের ৫ জানুয়ারি তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে দুদক।

সূত্র : বাসস