যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অভিনব কায়দায় সীমান্তে বহনকৃত ভারতীয় গাঁজা ও ইয়বা ট্যাবলেটসহ ০১জন আসামীকে আটক করেছে


Sarsa Barta প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৫, ২০২৫, ৯:৫৯ অপরাহ্ণ /
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অভিনব কায়দায় সীমান্তে বহনকৃত ভারতীয় গাঁজা ও ইয়বা ট্যাবলেটসহ ০১জন আসামীকে আটক করেছে

আব্দুস সালাম গফফার, সারসা বার্তা : যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে অভিনব কায়দায় বহনকৃত ভারতীয় গাঁজা ও ইয়বা ট্যাবলেটসহ ০১জন আসামী এবং তৈরি পোশাক, কম্বল, বিভিন্ন প্রকার ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি ও উপ-অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ০৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট ৪০,৯৬০/- (চল্লিশ হাজার নয়শত ষাট) টাকা মূল্যের অভিনব কায়দায় বহনকৃত ভারতীয় গাঁজা ও ইয়বা ট্যাবলেটসহ ০১জন আসামী এবং তৈরি পোশাক, কম্বল, বিভিন্ন প্রকার ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।

বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

উল্লেখ্য, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে দেশের তরুন/যুব সমাজকে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগ এবং বিজিবি’র দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানকে স্থানীয় জনগণ সাধুবাদ জানায়। এছাড়াও ভবিষ্যতে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

আটককৃত ব্যক্তি-মোঃ রাব্বি ইসলাম (২৩), পিতা- আব্দুল আজিজ, গ্রাম-আনসার ক্যঅম্প (বেজ পাড়া), পোস্ট-যশোর সদর, থানা-কোতয়ালী, জেলা-যশোর।