তুরস্কে আবারও একে পার্টির চেয়ারম্যান নির্বাচিত এরদোগান


Sarsa Barta প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ৭:৫৭ পূর্বাহ্ণ / ০ Views
তুরস্কে আবারও একে পার্টির চেয়ারম্যান নির্বাচিত এরদোগান

আবারও একে পার্টির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। আঙ্কারায় পার্টির ৮ম সাধারণ সম্মেলনে অনুষ্ঠিত ভোটে আবারও দলের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। সম্মেলনে প্রদত্ত মোট ১৫৪৭টি ভোটের সবগুলো পেয়েই তিনি পুনরায় দলের নেতৃত্বে আসেন। তুরস্কের রাজধানী আঙ্কারার স্পোর্টস হলে আয়োজিত একে পার্টির ৮ম সাধারণ সম্মেলনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের নির্বাচন বোর্ডের প্রধান আবদুল্লাহ গুলের জানান, সম্মেলনে মোট ১৬০৭ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ১৫৪৭ জন ভোট দেন এবং সবগুলো ভোটই বৈধ বলে গণ্য হয়। একই ভোটে দলের গুরুত্বপূর্ণ চারটি বোর্ড- কেন্দ্রীয় নির্বাহী কমিটি, কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি, গণতন্ত্র বিচার কমিটি এবং রাজনৈতিক নৈতিকতা ও নীতিমালা কমিটির সদস্যরাও নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর দলের নেতা-কর্মীদের উদ্দেশে এরদোগান বলেন, আমাকে আবারও দলের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করায় আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা অত্যন্ত সফলভাবে আমাদের ৮ম সাধারণ সম্মেলন সম্পন্ন করেছি। দলের বিভিন্ন বোর্ডের নির্বাচিত সকল সদস্যদের আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের দল এবং রাষ্ট্র পরিচালনায় নতুন উদ্যম নিয়ে আজ থেকে আমরা কাজ শুরু করব।

তিনি আরও বলেন, জনগণের সেবার কাজ একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। এই সম্মেলনের মাধ্যমে আমাদের শক্তি নতুনভাবে বেড়েছে, দলীয় ঐক্য আরও সুসংহত হয়েছে। আজ থেকে নতুন উৎসাহ ও উদ্দীপনা নিয়ে আমরা দলের কাজ, রাষ্ট্র পরিচালনা এবং জনগণের সেবা অব্যাহত রাখব। যারা মানুষের সেবা করেন, তারাই প্রকৃত সম্মান পান। এই বিশ্বাস নিয়েই আমরা পুরো তুরস্কের জন্য কাজ চালিয়ে যাব।

ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে এরদোগান বলেন, আমাদের দায়িত্ব আগামীতে আরও বেড়েছে। জনগণ বিরোধীদের অবস্থা দেখে এখন আমাদের দিকেই ফিরে আসছে। তারা বুঝতে পেরেছে, তাদের সমস্যার সমাধান আমাদের কাছেই রয়েছে। কোটি কোটি মানুষ আমাদের দিকে তাকিয়ে আছেন। তাদের এই প্রত্যাশা আমরা নষ্ট করতে পারি না। গত সাড়ে ২৩ বছরে আমরা দেশ ও জনগণকে কখনো হতাশ করিনি, ভবিষ্যতেও করব না। জনগণের দেওয়া আমানত কখনো মাটিতে পড়তে দেইনি, আল্লাহর ইচ্ছায় ভবিষ্যতেও পড়তে দেব না। আমাদের থামার বা পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, এই যাত্রা শুধু রাজনৈতিক সাফল্যের নয়, বরং জনগণের সেবা ও দেশের উন্নয়নের। মাওলানা রুমির দর্শন অনুসারে, আমরা কখনো থামব না, স্থিরও হব না। আমাদের অগ্রযাত্রা সবসময় অব্যাহত থাকবে।

আনাদোলু এজেন্সি।