আফগানিস্তানে শিলাবৃষ্টি এবং ভারী বর্ষণে নিহত-২৯


Sarsa Barta প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ১০:০৪ অপরাহ্ণ /
আফগানিস্তানে শিলাবৃষ্টি এবং ভারী বর্ষণে নিহত-২৯

শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের কারণে আফগানিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় দুটি প্রদেশে অন্তত ২৯ জনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দেশটির পশ্চিম ফারাহ প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ ইসরায়েল সায়ার বলেছেন, শিলাবৃষ্টি ও ভারী বর্ষণের কারণে প্রদেশের বিভিন্ন স্থানে অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এতে আহত হয়েছেন আরও ছয়জন।

এছাড়া কান্দাহার প্রদেশের স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রদেশের কয়েকটি স্থানে ভারী বর্ষণের কারণে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

সূত্র: এএফপি।