এবার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক


Sarsa Barta প্রকাশের সময় : মার্চ ১, ২০২৫, ৯:০৬ পূর্বাহ্ণ /
এবার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মো. আল-আমিন (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সীমান্তের ওপারে বিএসএফের ছোড়া রাবার বুলেটে আহত হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আল-আমিন উপজেলার পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

প্রাথমিকভাবে জানা গেছে, কসবার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে বিএসএফ। এতে গুরুতর আহত হন আল-আমিন। পরে বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে নিজেদের হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। বর্তমানে তার লাশ বিএসএফের হেফাজতে রয়েছে। তবে কী কারণে গুলি চালানো হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন জানান, সীমান্তে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তবে ঘটনার বিস্তারিত জানা যায়নি। স্থানীয় প্রশাসন ও সীমান্ত রক্ষাকারী বাহিনী বিষয়টি নিয়ে তদন্ত করছে এবং লাশ ফিরিয়ে আনতে বিজিবি (বাংলাদেশ বর্ডার গার্ড) বিএসএফের সঙ্গে যোগাযোগ করছে।

সীমান্তে এ ধরনের হতাহতের ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্থানীয়রা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে এই ঘটনার যথাযথ তদন্ত ও কূটনৈতিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।