প্রতীকী ছবি
রোজা অবস্থায় অনেক সময়ই আমাদের দাঁতের গোড়া থেকে রক্ত বের হয়। এ অবস্থায় আমরা দ্বিধায় পড়ে যাই, এই রক্ত বের হওয়ার কারণে রোজা ভেঙে গেল কিনা। আসুন জেনে নেই রোজা অবস্থায় দাঁতের চিপা দিয়ে বা মাড়ি দিয়ে রক্ত বের হলে এর বিধান কী।
যদি দাঁতের গোড়া বা মাড়ি দিয়ে শুধু রক্ত বের হয় তাহলে রোজা ভাঙবে না। এভাবে রক্ত যদি কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যায় তাহলেও রোজা ভাঙবে না। চাই রক্তের পরিমান কম বা বেশি হোক। তবে রক্ত যদি কণ্ঠনালী অতিক্রম করে ফেলে তাহলে রোজা ভেঙে যাবে।
আর যদি রক্তের পরিমান কম হয় এবং থুতুর পরিমান বেশি হয়, আর রক্তের স্বাদ বোঝা না যায় তাহলেও রোজা ভাঙবে না। তবে যদি রক্ত ও থুতুর পরিমান সমান হয় কিংবা রক্তের স্বাদ অনুভব হয় তাহলে রোজা ভেঙে যাবে।
আপনার মতামত লিখুন :