রাজনীতি থেকে চিরতরে অব্যাহতি নিয়েছি,আমি আর রাজনীতি করব না-কামাল আহমেদ মজুমদার


Sarsa Barta প্রকাশের সময় : মার্চ ৪, ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ণ /
রাজনীতি থেকে চিরতরে অব্যাহতি নিয়েছি,আমি আর রাজনীতি করব না-কামাল আহমেদ মজুমদার

কামাল আহমেদ মজুমদার | বিবিসি

আর কোনো রাজনীতি না করার অঙ্গীকার করেছেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার। সোমবার ঢাকার বিচারিক আদালতে শুনানির সময় তিনি এ কথা বলেন। পরে বাইরে সাংবাদিকদের উদ্দেশেও এ কথা বলেন তিনি।

রাজধানীর কাফরুল থানায় দায়ের করা আতিকুল ইসলাম হত্যা মামলায় কামাল মজুমদারসহ ছয়জনকে গতকাল সিএমএম আদালতে হাজির করা হয়।আবেদনের শুনানি শেষ হলে কামাল আহমেদ মজুমদারসহ অন্যদের এজলাস কক্ষ থেকে বের করে আদালতের বারান্দায় নেয়া হয়। তখন কামাল মজুমদার সাংবাদিক দেখেই কথা বলতে শুরু করেন।

তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগের সদস্যপদ থেকেও অব্যাহতি নিয়েছি। কোনো দলীয় পদে নেই। আমি রাজনীতি থেকেও অব্যাহতি নিয়েছি।’

তখন একজন সাংবাদিক কামাল মজুমদারকে প্রশ্ন করেন, ‘আপনি কবে থেকে রাজনীতি থেকে অব্যাহতি নিয়েছেন?’

জবাবে কামাল আহমেদ মজুমদার বলেন, ‘আপনারা বলতে পারেন, আজ থেকেই আমি রাজনীতি থেকে চিরতরে অব্যাহতি নিয়েছি। আমি আর রাজনীতি করব না।’

তখন আরেকজন সাংবাদিক তাকে প্রশ্ন করেন, ‘কেন আপনি রাজনীতি করবেন না?’

জবাবে কামাল আহমেদ মজুমদার বলেন, ‘এই দেশে রাজনীতি করার কোনো পরিবেশ নেই।’ এ কথা বলতে বলতে ঢাকার সিএমএম আদালতের হাজতখানার ভেতরে ঢুকে যান তিনি।

সূত্র : বিবিসি