সুন্দরবনে গাছের ডালে শুয়ে থাকা বৃদ্ধা নারীকে উদ্ধার


Sarsa Barta প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২৫, ৭:২৪ অপরাহ্ণ /
সুন্দরবনে গাছের ডালে শুয়ে থাকা বৃদ্ধা নারীকে উদ্ধার

নাম শুকুরুন নেছা। শুয়ে ছিলেন সুন্দরবনের গহীনে গাছের ডালে। আর সেখান থেকে এই বৃদ্ধ নারীকে উদ্ধার করলেন দুই জেলে। গত ১৩ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় ওই নারীকে নিয়ে গাবুরার বাড়িতে ফেরেন তারা।

উদ্ধার হওয়া নারীর একটি ছেলে রয়েছে, নাম রফিকুল। বাড়ি খুলনায় এ ছাড়া আর কিছুই বলতে পারছেন না। কিছুটা মানষিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধারকারীরা জানান, নৌকায় দুই জন কাঁকড়া ধরতে গিয়েছিলাম। ফিরে আসার সময় বাদুরঝুলি খালের পাশে একটি গাছের ডালে ওই বৃদ্ধ নারীকে দেখতে পাই। সঙ্গে সঙ্গে সেখান থেকে নামিয়ে নৌকাতে নিয়ে আসি।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, এমন ঘটনা এখনও আমাদের কেউ জানায়নি। তবে এই বৃদ্ধ নারী বড় বড় নদী পার হয়ে গহীন বনে কীভাবে পোঁছালো, সেটিও বড় প্রশ্ন। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।