সাবা ডেস্ক: গত ৩০/০৩/২৫ তারিখ রাত আনুমানিক ৯:৩০ ঘটিকায় শার্শা থানার ৬নং গোগা ইউনিয়নে ইছাপুর গ্রামের শফিকের ইট ভাটার পাশে জামাল হোসন (২৫) নামে এক ব্যাক্তি খুন হয় ৷ মৃত: জামাল হোসেন সাতক্ষীরা থানার কলারোয়া থানার কাঁদপুর গ্রামের আয়ুব হোসেনের ছেলে ৷
যশোর জেলার পুলিশ সুপার জনাবা রওনক জাহান এর নির্দেশনা , প্রযুক্তির সহোযোগিতা ও শার্শা থানা পুলিশের ঐক্যান্তিক প্রচেস্টায় হত্যা কান্ডের ৪ দিনের ভিতর মো: আমানউল্লাহ (২৫) ও মো:জাহিদ (২৮) নামে দুই আসমীকে গ্রেফতার করেছে ৷
গ্রেফতারকৃত আমানউল্লাহ যশোর বেনাপোল পোর্ট থানার উত্তর বারপোতা গ্রামের মৃত তবিবর রহমানের ছেলে ৷ অপার আসামী মো: জাহিদ হাসান সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কাঁদপুর গ্রামের আলী হোসেন খাঁ’র ছেলে ৷
শার্শা থানার মামলা নং-৪ তারিখ:০৪/০৪/২০২৫ খ্রি: ধারা ৩০২/৩৪ পেনাল কোড ৷ উক্ত হত্যা কান্ডে
আপনার মতামত লিখুন :