শার্শায় লক্ষণপুর স্কুল মাঠে ৮ দলীয় এল,পি,এল-২০২৫ উদ্বোধন


Sarsa Barta প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৫, ৭:৫০ অপরাহ্ণ /
শার্শায় লক্ষণপুর স্কুল মাঠে ৮ দলীয় এল,পি,এল-২০২৫ উদ্বোধন

শাওন হুসাইনঃ লক্ষণপুর স্পোর্টিং ক্লাবের উদ্দ্যেগে এল,পি,এ ২০২৫ এর ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করা হয় লক্ষণপুর স্কুল এন্ড কলেজ মাঠে আজ তাঁর উদ্বোধন ম্যাচ।      

এল,পি,এল ২০২৫ এর ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টে উদ্বোধনীয় ম্যাচে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আহসান হাবীব (খোকন) সভাপতি ০২ নং লক্ষণপুর ইউনিয়ন ( বিএনপি),

আরো উপস্থিত ছিলেন ( বি,এন,পির),  অন্যান্য নেতৃবৃন্দ আরমান ভূইয়া, মিলন হোসেন, আলিম, সুলতান আহম্মেদ, আব্দুস ছালাম, আয়ুব হোসেন, যোহর, মোমিন , ইয়াসিন কবির সহ আরো  অনেকে।

অনুষ্ঠান শুরুতে প্রধান অতিথি আহসান হাবীব (খোকন) সভাপতি ০২ নং লক্ষণপুর ইউনিয়ন (বিএনপি), তিনি খেলোয়াড়দের উদ্দ্যেশে আজকের ম্যাচ সম্পর্কে বক্তব্য রাখেন ও তাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন, আরো বক্তব্য রাখেন ০২ নং লক্ষণপুর (বিএনপি) অন্যান্য নেতৃবৃন্দ গন।

বক্তব্য শেষে প্রধান অতিথি আহসান হাবীব (খোকন) বলটি নিজ হাতে মাঠে ছুড়ে দিয়ে ৮ দলীয় এল,পি,এল-২০২৫ ফুটবল টুর্নামেন্ট টি উদ্বোধন করেন।

এল,পি,এল ২০২৫-এর ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টে উদ্বোধনীয় ম্যাচের আজকের যে দুটি শক্তিশালী দল অংশ গ্রহণ করেছেন তারা হলো “অরিণ ফার্মেসী বনাম ইয়াং স্টার” ।

এপর্যায়ে যেটি দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেন ৯০ মিনিট খেলা শেষে ফলাফল “অরিণ ফার্মেসী ০ এবং ইয়াং স্টার ০ গোলে” ম্যাচটি সমাপ্তি হয়। তবে ম্যাচটি পয়েন্ট হিসাবে গন্য হবে ।