কালিগঞ্জে জলবায়ু ন্যায় বিচারের দাবিতে ধর্মঘাট


Sarsa Barta প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২৫, ৭:৪৪ পূর্বাহ্ণ /
কালিগঞ্জে জলবায়ু ন্যায় বিচারের দাবিতে ধর্মঘাট

মো: নুরুল আমিন।। কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: “জলবায়ু কর্মকাণ্ডের জন্য তরুণরা” এই স্লোগানে জলবায়ু ন্যায় বিচারের দাবিতে কয়েকশ তরুণ-তরুণীরা ধর্মঘাট কর্মসুচি পালন করেছে

শুক্রবার (১১ এপ্রিল) সকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন সড়কে কয়েকশ তরুণ-তরুণী এ ধর্মঘাট কর্মসূচিতে অংশ নেয়। তারা জলবায়ু ন্যায় বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

জনকল্যাণ সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত এ ধর্মঘাট থেকে সংস্থার পরিচালক সাহিদা পারভীন, প্রধান সমন্বয় মারুফ হাসান, ভলেনটিয়ার নাহিদ হাসান ও জনকল্যাণ ঢাকা অঞ্চলের সদস্য আজমির হোসেন জলবায়ু ন্যায়বিচারের আহবান জানিয়ে উন্নত দেশগুলো জীবাশ্ম জ্বালানিতে অর্থায়নের মাধ্যমে জলবায়ু সংকট সৃষ্টি করছে অভিযোগ করেন এবং নব্য ঔপনিবেশিক শোষণ, যুদ্ধ এবং মানবাধিকার লঙ্ঘন বন্ধ করার আহবান জানান।

তারা বলেন পুঁজিবাদী মানসিকতা নিয়ে সর্বোচ্চ গ্রিনহাউস গ্যাস নির্গমনকারীরা জীবাশ্ম জ্বালানিতে অর্থায়নের মাধ্যমে পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। যেখানে মানুষের চেয়ে মুনাফাই মুখ্য। এটি পৃথিবীতে বাস্তুতন্ত্র এবং জলবায়ুকে মারাত্মকভাবে ধ্বংস করছে। ফলে বিরূপ প্রভাব পড়ছে দক্ষিণের দেশগুলোর তরুণ, কৃষক, নারী এবং প্রান্তিক সম্প্রদায়গুলোতে।

এই অবস্থায় জীবাশ্ম জ্বালানির পরিবর্তে টেকসই প্রকল্প এবং নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে বিনিয়োগের আহ্বান এসেছে এই ক্লাইমেট স্ট্রাইকে। তারা জলবায়ু সুরক্ষা ও জলবায়ুতে অর্থায়নের নিশ্চিতে জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ, নবায়নযোগ্য শক্তির সম্প্রসারণ ও টেকসই কৃষিতে বিনিয়োগ বাড়ানোর দাবি জানান। জলবায়ু ধর্মঘাটে তারা তাদের দাবি সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করেন।