শার্শায় গাছ থেকে পড়ে আলী হোসেন নামে একজনের মৃত্যু


Shohel Rana প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৫, ৯:৩৫ অপরাহ্ণ /
শার্শায় গাছ থেকে পড়ে আলী হোসেন নামে একজনের মৃত্যু

সোহেল রানাঃ যশোরের শার্শায় শিশু গাছ থেকে পড়ে আলী হোসেন (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আলী হোসেন শার্শা উপজেলার ছোট নিজামপুর গ্রামের মৃত-রফি উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার সকালে মোল্লাপাড়া নামক স্থানে শিশু (রেন্ডি) গাছের ডাল কাটতে গিয়ে অসাবধানতাবশত শুকনা ডাল ভেঙে নিচে পড়ে গিয়ে আহত হন আলী হোসেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়।