দীর্ঘদিন ধরে মিস্টার পারফেকসনিস্ট খ্যাত আমির খানের সিনেমা মুক্তি পাচ্ছে না। দর্শকদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী জুনে মুক্তি পাবে তার নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’। সিনেমাটি ২০০৭ সালে আমিরের সুপারহিট সিনেমা ‘তারে জমিন পর’র সিক্যুয়াল। তখন থেকেই আমির পরিকল্পনা করেছিলেন এর সিক্যুয়াল নির্মাণ করবেন।
অবশেষ তা নির্মাণ করে মুক্তি দিতে যাচ্ছেন। আমির পোর্টস ড্রামা নির্ভর সিনেমাটি আগামী ৩০ মে মুক্তি দিতে চেয়েছিলেন। কিন্তু বক্স অফিসের কথা মাথায় রেখে সিনেমাটির মুক্তি সপ্তাহ দুয়েক পিছিয়ে দিয়েছেন। সিনেমাটির স¤পাদনা ইতোমধ্যে শেষ। আমিরের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ‘সিতারে জমিন পার’ ¯েপার্টস ড্রামা হলেও এতে হিউমার ও ড্রামার নিঁখুত মিশেল থাকবে, যা সিনেমাটির বিশেষত্ব।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সিনেমার চিত্রনাট্য শুনেই গল্প পছন্দ হয়েছিল। তবে সিনেমাতে আমি মুখ্য চরিত্রে নয়, ছোট চরিত্রে থাকব। সিনেমার ট্রেলার মুক্তি নিয়েও তিনি ভিন্ন পরিকল্পনা করেছেন আমির খান। আগামী ১ মে অজয় দেবগণ অভিনীত ‘রেইড ২’ মুক্তি পাবে। এ সিনেমার মাঝেই প্রকাশিত হবে ‘সিতারে জমিন পার’-এর ট্রেইলার।
আপনার মতামত লিখুন :