ইরানের হাতে অতি গোপনীয়-এআই সক্ষমতাসম্পন্ন অস্ত্র!-ব্রিগেডিয়ার জেঃ কিওউমার্স হেইদারি


Sarsa Barta প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৫, ১০:৫৩ অপরাহ্ণ /
ইরানের হাতে অতি গোপনীয়-এআই সক্ষমতাসম্পন্ন অস্ত্র!-ব্রিগেডিয়ার জেঃ কিওউমার্স হেইদারি

অনলাইন ভার্সন

মধ্যপ্রাচ্যের দেশ ইরানের হাতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘অতি গোপনীয়’ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন অস্ত্র রয়েছে বলে দাবি করেছেন দেশটির সেনাবাহিনীর পদাতিক বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিওউমার্স হেইদারি। তিনি বলেছেন, শত্রুপক্ষের যেকোনও হুমকি দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করার জন্য তেহরান প্রস্তুত রয়েছে।

গত শনিবার ব্রিগেডিয়ার জেনারেল হেইদারি এসব কথা বলেন। তিনি বলেন, “আমাদের কাছে অতি অত্যাধুনিক অস্ত্র রয়েছে। সেগুলোর কয়েকটি গোপনীয়, এমনকি অতি গোপনীয়। এগুলো এতটাই অত্যাধুনিক যে এতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে। যদিও এগুলোকে এখনও প্রচলিত অস্ত্র হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে, তবে সেগুলোর সক্ষমতা অসাধারণ।”

ইরানের আল–আলম সম্প্রচারমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ব্রিগেডিয়ার জেনারেল হেইদারি। তার ভাষ্যমতে, কৌশলগত কারণে এই অস্ত্রগুলো এখনও প্রকাশ্যে আনা হয়নি। তবে সেগুলো ব্যবহার উপযোগী অবস্থায় রয়েছে।

১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরাকের সঙ্গে যুদ্ধের পর ইরানের পদাতিক বাহিনীতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলে উল্লেখ করেন কিওউমার্স। তিনি বলেন, আজ আমাদের পদাতিক বাহিনীর দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সক্ষমতা, উচ্চ দক্ষতা, হামলা চালানোর পূর্ণ সক্ষমতা এবং দ্রুত আক্রমণের সক্ষমতা রয়েছে।

সম্প্রতি ইরানের সামরিক বাহিনীর ‘শক্তি ও প্রস্তুতির’ জন্য প্রশংসা করেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তিনি বলেন, অন্য দেশের জন্য ইরানের সামরিক বাহিনী একটি মডেল হিসেবে কাজ করছে। সেনা সদস্য এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য পশ্চিম এশিয়া অঞ্চলে অপ্রতিরোধ্য একটি শক্তি হয়ে উঠেছে ইরান। সূত্র: প্রেস টিভি