ইসরায়েলি উপকূলে বিরল হাঙ্গর,হামলায় একজন সাঁতারু নিখোঁজ!


Sarsa Barta প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৫, ৭:২৪ পূর্বাহ্ণ /
ইসরায়েলি উপকূলে বিরল হাঙ্গর,হামলায় একজন সাঁতারু নিখোঁজ!

ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সমুদ্র উপকূলে হাঙ্গরের হামলার পর একজন সাঁতারু নিখোঁজ হয়েছেন। ইসরায়েলি উপকূলে হাঙ্গরের এ ধরনের হামলার ঘটনা খুবই বিরল। তেল আবিব থেকে ৪০ কিলোমিটার দূরে হাডেরা সমুদ্র উপকূলে এই ঘটনা ঘটে।

ওলগা সৈকতে অনেক মানুষের সামনেই এই ঘটনা ঘটে। সেই সময় মানুষজনের চিৎকার করার বেশ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে উপকূলের যেসব স্থানে গরম পানি ছেড়ে দেওয়া হয়, সেসব এলাকায় বছরের এই সময়টায় হাঙ্গর দেখা যায়। কিন্তু এগুলো কাউকে আক্রমণ করে না।

১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে সেদেশে হাঙ্গরের হামলায় মৃত্যুর কোনো ঘটনার কথা জানা যায়নি। যদিও এর আগে অন্তত তিনবার হাঙ্গরের হামলার ঘটনা ঘটেছে সেখানে।

এই ঘটনার পর পুলিশ সৈকতে লোকসমাগম বন্ধ করে দিয়েছে এবং নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে।