ম্যাস গেদারিং ফর ফিলিস্তিন কর্মসূচীতে জনতার উপস্থিতি শক্তিশালী


Sarsa Barta প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৫, ৪:০২ অপরাহ্ণ /
ম্যাস গেদারিং ফর ফিলিস্তিন কর্মসূচীতে জনতার উপস্থিতি শক্তিশালী

গাজায় ইসরায়েলি বাহিনীর নির্মম গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ (২৬ এপ্রিল) হাজারো জনতা জড়ো হয়েছেন। ‘ম্যাস গেদারিং ফর ফিলিস্তিন’ কর্মসূচির আওতায় নানা শ্রেণি-পেশার মানুষ সকাল থেকেই একত্রিত হতে শুরু করেন।

মূলত সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের পরিকল্পনা থাকলেও সেখানে অনুমতি না পাওয়ায় স্থান পরিবর্তন করে প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচির আহ্বান জানায় বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা ন্যায় ও মানবতার পক্ষে দৃঢ় অবস্থানের ডাক দিয়েছে। অংশগ্রহণকারীরা হাতে ফিলিস্তিনের পতাকা এবং সংহতির বার্তা সংবলিত প্ল্যাকার্ড নিয়ে মানবতার পক্ষে এক শক্তিশালী আওয়াজ তুলেছেন।

শুধু প্রেসক্লাব নয়, পল্টন ও বায়তুল মোকাররম এলাকা জুড়েও ফিলিস্তিনের প্রতি সমর্থনের ঢেউ ছড়িয়ে পড়ে। সবার মুখে একটাই স্লোগান—গাজায় গণহত্যা বন্ধ করো, ফিলিস্তিনের স্বাধীনতা চাই। এই গণসমাবেশ প্রমাণ করে, বাংলাদেশের সাধারণ মানুষের হৃদয় সবসময় নির্যাতিতের পাশে থাকে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তারা এক কণ্ঠে উচ্চারণ করে মানবতার কথা। এই সংহতি আমাদের আশা জাগায়, একদিন পৃথিবী সত্যিকারের ন্যায় ও শান্তির আলোয় আলোকিত হবে।