দুই বাংলাদেশী কৃষককে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে স্থানীয়রা ২ ভারতীয়কেও ধরে আনলো


Sarsa Barta প্রকাশের সময় : মে ২, ২০২৫, ৫:০৬ অপরাহ্ণ /
দুই বাংলাদেশী কৃষককে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে স্থানীয়রা ২ ভারতীয়কেও ধরে আনলো

দুই বাংলাদেশীকে নিয়ে যাওয়ার পাল্টা পদক্ষেপ হিসেবে তাৎক্ষণিক দু‘জন ভারতীয়কে ধরে এনেছেন স্থানীয়রা। ঘটনা ঘটেছে দিনাজপুরের সীমান্তে। দিনাজপুরের বিরল সীমান্তে দু’জন বাংলাদেশী কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, এ ঘটনার পাল্টা পদক্ষেপে হিসেবে তাৎক্ষণিক দু‘জন ভারতীয়কে ধরে এনেছেন স্থানীয়রা। শুক্রবার (২ মে) দুপুরে এ ঘটনা ঘটে। পরে এ নিয়ে পতাকা বৈঠকে বসেছেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।

স্থানীয়রা জানান, বিরলের ৮ নম্বর ধর্মপুর ইউনিয়নের বিজিবির ধর্মজৈন বিওপির কাছে সীমান্তের ৩২০ নম্বর মেইন পিলারের সাব পিলার ৯ এস ও ১০ এস-এর মধ্যবর্তী স্থানে জমিতে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের দুই বাংলাদেশী কৃষক। এ সময় বাংলাদেশের সীমানায় অনুপ্রবেশ করে বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যান।

এই ঘটনা জানতে পেরে স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়ায়। পরে তারা একই এলাকা থেকে অবিনাশ টুডু ও ফিলিপ সরেন নামের দুই ভারতীয় আদিবাসী কৃষককে ধরে নিয়ে আসেন।

অবিনাশ টুডু ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার অনন্তপুর গ্রামের সরন টুডুর ছেলে এবং একই গ্রামের ফিলিপ সরেন লতু সরেনের ছেলে।

বিজিবির ৪২ ব্যাটালিয়নের ধর্মজৈন বিওপির কমান্ডার নায়েক সুবেদার রেজাউল ক‌রিম জানান, ধরে নিয়ে যাওয়া বাংলাদেশী দুই কৃষককে ফেরত পেতে এবং ভারতীয় ওই দুই নাগরিককে ফেরত দিতে বিএসএফের সাথে পতাকা বৈঠকে বসেছে বিজিবি।

স্থানীয়দের দাবি, এর আগেও সীমান্ত এলাকা থেকে বাংলাদেশী কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ। ওই সময়ও ভারতীয় নাগরিককে ধরে এনেছিলেন তারা। পরে পতাকা বৈঠকের মাধ্যমে উভয়কে নিজ নিজ দেশে হস্তান্তর করা হয়েছিল।

সূত্র : ইউএনবি