কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার ঢাকায় ফিরবেন খালেদা জিয়া


Sarsa Barta প্রকাশের সময় : মে ৩, ২০২৫, ১১:৪৫ অপরাহ্ণ /
কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার ঢাকায় ফিরবেন খালেদা জিয়া

বাংলাদেশ বিমানে নয়, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার দেশে ফিরবেন সাবেক প্রধানমত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। নেতাকর্মীরা সড়কের দুই ধারে এক হাতে দলীয় পতাকা আরেক হাতে জাতীয় পতাকা নিয়ে নেত্রীকে অভ্যর্থনা জানাবে। শনিবার (৩ মে) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যৌথ সভা শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ চার মাস পর চিকিৎসা শেষে দেশে ফেরায় ঢাকার বিমানন্দরে বাইরে অভ্যর্থনা জানাবে দলীয় নেতাকর্মীরা। এ লক্ষ্য দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ঢাকা মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরো বলেন, যৌথসভায় সিদ্ধান্ত এসেছে, নেতাকর্মীরা সড়কের দুই ধারে এক হাতে দলীয় পতাকা আরেক হাতে জাতীয় পতাকা নিয়ে নেত্রীকে অভ্যর্থনা জানাবে।

তিনি বলেন, আশাবাদী উনি (ম্যাডাম) যে বিমানে গেছেন, সেই কাতারের এয়ার অ্যাম্বুলেন্স করে দেশে ফিরবেন। তবে সময়টা বলা যাচ্ছে না।