‘থামিস না চল, পথের স্রোতে চলতেই চাই-হয়নি বলা যেসব কথা, আজ বলবোই তাই।’ শ্লোগানকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছে দ্যোতনা সাহিত্য পরিষদ।
৭ মে, রোজ শুক্রবার বিকাল পাঁচটায় নাট্যকলা সংসদে নৈঃশব্দ্যের কবি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন এর ৫৭তম জন্মদিনের শুভেচ্ছা এবং অমর একুশে গ্রন্থমেলা-২০২৫ প্রকাশিত ভাতের থালা (গল্পগ্রন্থ), নিধি (কাব্যগ্রন্থ) ও তাসফী (শিশুতোষ গল্পগ্রন্থ) গ্রন্থের পাঠ আলোচনা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব একরাম-উদ-দ্দৌলা, সভাপতি সংবাদপত্র পরিষদ, যশোর। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, উপদেষ্টা, দ্যোতনা সাহিত্য পরিষদ, যশোর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা.আবুল কালাম আজাদ লিটু, সম্পাদক, ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরি, যশোর ও উপদেষ্টা, দ্যোতনা সাহিত্য পরিষদ, যশোর।
কবি এড. জি এম মূছা সভাপতিত্বে এবং কবি শাহরিয়ার সোহেল এর সঞ্চালনায় অনুভূতি প্রকাশ করেন দ্যোতনা সাহিত্য পরিষদ এর অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন।
উক্ত অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন
জনাব অধ্যক্ষ শাহিন ইকবাল, সভাপতি, যশোর
সাহিত্য পরিষদ, যশোর, (সামগ্রিক জীবন ও সাহিত্য),
কবি শেখ মাফিজুল ইসলাম (ভাতের থালা) কবি তহিদ মনি, (নিধি) কবি গোলাম মোস্তফা মুন্না, (তাসফী) কবি মামুন আজাদ (ভাতের থালা) নিয়ে বিশদ আলোচনা করেন।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা জনাব আহাদ আলী, কবি মোকাররম হোসেন, কবি আহমেদ রাজু, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল খালেক, কবি বকুল হক, সাংবাদিক ও লেখক দেওয়ান মোর্শেদ আলম, কবি এম এ কাসেম অমিয়, কবি মঞ্জুয়ারা সোনালী, কবি আরশি গাইন (ভাতের থালা, নিধি), কবি সুরাইয়া শরীফ, কবি রকি মাহমুদ, লেখক নুরুন্নবী, কবি কাজী নূর, কবি মাহামুদা খানম, কবি ধীমান, কবি সানজিদা ফেরদৌস প্রমুখ।
আপনার মতামত লিখুন :