বেনাপোলে আওয়ামীলীগ নিষিদ্ধকরণ ও গণহত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ ও সমাবেশ


Sarsa Barta প্রকাশের সময় : মে ৯, ২০২৫, ১১:১৩ অপরাহ্ণ /
বেনাপোলে আওয়ামীলীগ নিষিদ্ধকরণ ও গণহত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

শেখ নাজমুল ইসলাম:  রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ করণ ও গণহত্যাকারীদের বিচার দাবিতে আজ শুক্রবার জুম্মার নামাজের পরে বন্দর নগরী বেনাপোলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশটি বেনাপোলের সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে বাংলাদেশ জামায়াত ইসলামী  ও ছাত্র ও শিবিরের কর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বের হয়ে বন্দর নগরী বেনাপোলের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে গণহত্যাকারীদের বিচার ও  রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি করেন।

এ সময় বক্তারা আরো বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশ থেকে আওয়ামী লীগের মাত্র ৬% নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়েছেন এখনো ৯৪ পার্সেন্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অবস্থান করছে। এসব আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে থেকে বিভিন্ন উস্কানি মূলক কাজ করে যাচ্ছেন। এজন্য অবিলম্বে আওয়ামী লীগের এসব নেতা কর্মীদের পালাতে সহযোগিতা না করে আটকের দাবি করেন বক্তারা।