যুক্তরাষ্ট্রে বিস্ফোরণের আগুনে ধসে গেছে ভবন


Sarsa Barta প্রকাশের সময় : জুন ৩০, ২০২৫, ৯:১৮ পূর্বাহ্ণ /
যুক্তরাষ্ট্রে বিস্ফোরণের আগুনে ধসে গেছে ভবন

পাশাপাশি অবস্থিত তিনটি ভবনে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। এতে কেউ কেউ ভেতরে আটকা পড়ে যান। উদ্ধারকাজে নিয়োজিত দমকল বাহিনী একজনকে মৃত ও দুই নারীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত তিনটি ভবন ধসে পড়েছে। ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত এবং দুই নারী আহত হয়েছেন।

রোববার (২৯ জুন) ভোরে ফিলাডেলফিয়ার ‘১৯০০ ওয়েস্ট ব্রিস্টল স্ট্রিট’-এ এ দুর্ঘটনা ঘটে। খবর মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের।

স্থানীয় দমকল বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান ড্যানিয়েল ম্যাককার্টি জানিয়েছেন, পাশাপাশি অবস্থিত তিনটি ভবনে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। এতে কেউ কেউ ভেতরে আটকা পড়ে যান। উদ্ধারকাজে নিয়োজিত দমকল বাহিনী একজনকে মৃত ও দুই নারীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তবে বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর এলাকা ঘিরে রেখেছে উদ্ধারকর্মীরা।

অন্যদিকে, একই দিন যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে ভয়াবহ আরেকটি ঘটনার জন্ম দেয় একাধিক বন্দুকধারী। দুপুরের দিকে আগুন নেভানোর সময় দমকলকর্মীদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে দুই দমকলকর্মী নিহত ও কয়েকজন আহত হন।

গুলির ঘটনায় স্থানীয় প্রশাসন বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। পুলিশ সন্দেহভাজনদের শনাক্ত ও আটক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে হামলাকারীদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।

যুক্তরাষ্ট্রে একদিনে দুটি ভয়াবহ ঘটনায় নিরাপত্তা ও উদ্ধারকাজ নিয়ে বাড়ছে উদ্বেগ।