বিশ্বরেকর্ডের পথে কিশোর পাইলট কিন্তু বাধা, অ্যান্টার্কটিকায় আটক!


Sarsa Barta প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৫, ৯:২৭ অপরাহ্ণ /
বিশ্বরেকর্ডের পথে কিশোর পাইলট কিন্তু বাধা, অ্যান্টার্কটিকায় আটক!

বিশ্বের সাতটি মহাদেশে একাই বিমানে উড়ে ঘুরে দেখার অসাধারণ লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিলেন মাত্র ১৯ বছর বয়সী মার্কিন তরুণ পাইলট ইথান গো (Ethan Guo)। প্রায় ১৪০ দিনেরও বেশি সময় ধরে নিজের ছোট বিমান ‘সেসনা ১৮২’ চালিয়ে ছয়টি মহাদেশ পাড়ি দিয়েছেন তিনি। শেষ গন্তব্য ছিল দক্ষিণ মহাদেশ অ্যান্টার্কটিকা। তবে সেখানেই গিয়ে বাধা পড়ল তার যাত্রা—চিলির কর্তৃপক্ষ তাকে আটক করেছে, অভিযোগ উঠেছে ভুয়া ফ্লাইট প্ল্যান জমা দেওয়ার।

চলতি জুলাই মাসের শুরুতে চিলির দক্ষিণাঞ্চলীয় শহর পুনতা অ্যারেনাস থেকে তার বিমান উড়ান ইথান গো। তবে তার জমা দেওয়া ফ্লাইট পরিকল্পনায় কেবল ওই শহরের আকাশসীমায় ওড়ার কথা ছিল। বাস্তবে তিনি পৌঁছে যান কিং জর্জ দ্বীপে, যেখানে অবস্থিত আন্তর্জাতিক গবেষণা স্টেশন। চিলি এই দ্বীপটিকে তাদের ভূখণ্ড বলে দাবি করে। বিমানটি অবতরণের পর ‘অ্যালার্ট প্রটোকল’ সক্রিয় হয়ে যায় এবং কর্তৃপক্ষ তাকে টেনিয়েন্তে আর. মার্শ বিমানবন্দরে আটক করে।

চিলির বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর জানায়, ইথান তার নির্ধারিত রুট থেকে বিচ্যুত হয়ে আইন লঙ্ঘন করেছেন। তার বিরুদ্ধে দেশের অ্যারোনটিক্যাল কোডের দুটি ধারা ভাঙার অভিযোগ আনা হয়েছে, যার একটি ধারায় সংক্ষিপ্ত মেয়াদের কারাদণ্ড হতে পারে। শুধু তাই নয়, ইথান আন্টার্কটিক চুক্তিও লঙ্ঘন করেছেন বলে দাবি করেছে চিলি। আন্তর্জাতিক এই চুক্তি অনুযায়ী অ্যান্টার্কটিকার মতো মানববসতিহীন মহাদেশে নির্দিষ্ট নিয়ম-কানুন মেনেই প্রবেশ করতে হয়।

চিলির আঞ্চলিক প্রসিকিউটর ক্রিশ্চিয়ান ক্রিস্তোসো রিফো জানান, ইথান যেই ফ্লাইট প্ল্যান দিয়েছিলেন, তা ছিল সীমিত এলাকার জন্য। তিনি প্ল্যান লঙ্ঘন করেই দ্বীপে অবতরণ করেন, যা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে ইথান পরে এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট দিয়ে জানান, “আমি বেঁচে আছি, খুব শিগগিরই বিস্তারিত জানাব।”

ইথান গো-র এই দুঃসাহসিক যাত্রা বিশ্বজুড়ে লাখো মানুষের নজর কেড়েছে। তার লক্ষ্য ছিল এককভাবে সব মহাদেশে উড়ান সম্পন্ন করে রেকর্ড গড়া এবং সেন্ট জুড চিলড্রেনস রিসার্চ হসপিটালের ক্যান্সার গবেষণার জন্য ১০ লাখ ডলার সংগ্রহ করা। এরই মধ্যে তিনি ছয়টি মহাদেশ উড়িয়ে এসেছেন, বাকি ছিল কেবল আন্টার্কটিকা।

তথ্যসূত্র : বিবিসি, দ্য নিউইয়র্ক টাইমস, সিবিএস নিউজ