বাংলাদেশী আলেমের সহায়তায় আলোর পথ পেলেন কোরিয়ান তরুণী


Sarsa Barta প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৫, ৪:৪০ অপরাহ্ণ /
বাংলাদেশী আলেমের সহায়তায় আলোর পথ পেলেন কোরিয়ান তরুণী

ইসলাম গ্রহণের পর নওমুসলিমাকে কোরিয়ান ভাষায় অনূদিত একটি পবিত্র কোরআন উপহার দেয়া হয়

দক্ষিণ কোরিয়ার সিউল শহরে অবস্থিত মসজিদে সিরাতুল মুস্তাকিম আনসানে কোরিয়ান এক তরুণী ইসলাম গ্রহণ করেছেন। ২৬ বছর বয়সী এই নওমুসলিমা আলজেরিয়ান একজন মুসলিম যুবককে বিবাহ করার চিন্তা থেকে ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী হন।

স্থানীয় সময় সোমবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মসজিদটির ইমাম ও খতিব এবং বাংলাদেশী আলেম মুফতি ফয়জুল্লাহ আমানের কাছে কালিমা পাঠ করে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেন তিনি। ওই তরুণীর নাম জিন ইইহিউন। ২৬ বছর বয়সী এই নওমুসলিমা আলজেরিয়ান একজন মুসলিম যুবককে বিবাহ করার চিন্তা থেকে ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী হন।

এ প্রসঙ্গে বাংলাদেশী আলেম মুফতি ফয়জুল্লাহ আমান নয়া দিগন্তকে জানান, মুসলিম যুবককে বিবাহ করার চিন্তা থেকে ইসলামের প্রতি আগ্রহী হলেও শ্বাশত এ ধর্মে দীক্ষিত হওয়ার পেছনে শুধুই বৈবাহিক উদ্দেশ্য নয়: বরং সত্যের প্রতি টান ও ইসলামের প্রতি তার অন্তরের গভীর ভালোবাসা কাজ করেছে।

তিনি আরো জানান, তরুণীটি ‘লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ পাঠ করে আনুষ্ঠানিকভাবে ইসলামের প্রবেশের পর তিনি নিজের জন্য ইসলামিক নাম রেখেছেন ‘হানা’, যার অর্থ—সুখ, প্রশান্তি ও হৃদয়ের শান্তিময়তা।

মুফতি ফয়জুল্লাহ আমান বলেন, ‘ইসলাম গ্রহণের পর মসজিদের পক্ষ থেকে আমরা তাকে অভিনন্দন জানিয়েছি এবং কোরিয়ান ভাষায় অনূদিত একটি পবিত্র কোরআন শরীফ উপহার দিয়েছি, যাতে তিনি তার নতুন পথচলায় আলোর দিশা পান।’ তিনি নওমুসলিমা হানার জন্য বিশ্ববাসীর কাছে হেদায়েত, কল্যাণ ও সাফল্যের দোয়া চেয়েছেন। পাশাপাশি তার ইসলামী জীবনের পথচলা যেন প্রশান্তিময় ও ঈমানদীপ্ত হয়—এমন প্রার্থনাও করেন।

উল্লেখ্য, মুফতি ফয়জুল্লাহ আমানের কাছে এখন পর্যন্ত অন্তত ৫৫ জন মানুষ ইসলাম গ্রহণ করে ধন্য হয়েছেন।