শার্শায উপজেলা প্রশাসন ১৮০ জন জিপিএ-৫ প্রাপ্তকে ক্রেস্ট সংবর্ধনা প্রদান করেছে


Sarsa Barta প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৫, ৭:৫১ পূর্বাহ্ণ /
শার্শায উপজেলা প্রশাসন ১৮০ জন জিপিএ-৫ প্রাপ্তকে ক্রেস্ট সংবর্ধনা প্রদান করেছে

স্টাফ রিপোর্টারঃ শার্শা উপজেলায় ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার ৩৮ টি মাধ্যমিক স্কুল, ২৯ টি মাদ্রাসা ও ৭টি ভোকেশনাল স্কুলের মোট ৭৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮০ শিক্ষার্থীকে ফুলের মালা ক্রেস্ট উপহারের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়।

শনিবার (১৯ জুন) বিকেল ৩ টায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ডা: কাজী নাজিব হাসান। তিনি কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তাদের জন্য আগামী দুইটা বছর আরো গুরুত্বপূর্ণ। কঠোর পরিশ্রমের মাধ্যমে এইচএসসিতে ও সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রেখে ভালো কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির লক্ষ থাকতে হবে।

ডা:কাজী নাজে হাসান বলেন, শিক্ষাজীবনের সব থেকে বড় পরীক্ষা এসএসসি। বিগত দিনে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য শিক্ষার্থীদের গ্যারেজ মার্ক দিয়ে পাশের হার বেশি দেখানো হত। গত ৫ ই আগস্ট আওয়ামি সরকার পতনের পর দেশে একটি প্রকৃত নির্ভেজাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরো জানান, জিপি এ -৫ প্রাপ্ত এই ১৮০ জন শিক্ষার্থীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্য কম্পিউটার প্রশিক্ষণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে । তিনি
কৃতি শিক্ষার্থীদের যুব সমাজ ধ্বংসকারী মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যতিক্রম ধর্মী এই সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার জনাব নুরুজ্জামান। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা উপ -কমিশনার (ভুমি) জনাব শওকত মেহেদি (সেতু), যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক, কৃষি কর্মকর্তা দীপঙ্কর কুমার সাহা, পল্লী বিদ্যুতের ডিজিএম দেবাশীষ ভট্টাচার্য, মাধ্যমিক শিক্ষা অফিসার এ এসএম জিল্লুর রশিদ প্রমুখ।