শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


Jakir Hossain প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৫, ৯:০৬ অপরাহ্ণ /
শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাকির হোসেন।। যশোরের শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে অংশগ্রহণমূলক তারুণ্যের আইডিয়া প্রতিযোগিতা ও “আমার চোখে জুলাই বিপ্লব” বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলার বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আইডিয়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা জুলাই বিপ্লবে নিহত শহীদদের স্মরণে বিভিন্ন আইডিয়া স্থাপন করে। বিদ্যালয়ের দেয়ালে রং তুলি দিয়ে আঁকা হয় বিভিন্ন গ্রাফিতি, সেখানে ফুটে উঠে সবুজ বাংলাদেশের মানচিত্রের ছবি।

বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান কবিরের এর সভাপতিত্বে শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ কাজী নাজিব হাসান বেলুন উড়িয়ে আইডিয়া প্রতিযোগিতা ও বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

এসময় আরো উপস্তিত ছিলেন, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া, শার্শা থানার (ওসি) তদন্ত খন্দকার শাহা আলম, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আবু তাহের মোঃ মোস্তাফিজ্জোহা সেলিম, জুলাই বিপ্লবে নিহত শহিদ আব্দুল্লার পিতা আব্দুল জব্বার এবং বৈষম্য বিরোধী  ছাত্র আন্দোলনের বেনাপোল অঞ্চলের নেতৃবৃন্দরা। শেষে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শহীদ আব্দুল্লার স্মরণে বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপন করা হয়।