খুলনায় ১০ দিনে চারজনের মৃত্যু হয়েছে করোনায়


Sarsa Barta প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২৫, ১১:০১ অপরাহ্ণ /
খুলনায় ১০ দিনে চারজনের মৃত্যু হয়েছে করোনায়

খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত মো. রকমান (২৫) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ১০ দিনে খুলনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এর আগে গতকাল বুধবার রাত ৯টায় একই হাসপাতালে রতিকান্ত ডাকুয়া (৮৫) নামের আরও এক করোনা রোগীর মৃত্যু হয়। তিনি নগরীর খালিশপুর গাবতলা এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) এবং করোনার ফোকাল পারসন খান আহমেদ ইশতিয়াক বলেন, রকমান হোসেন করোনায় আক্রান্ত হয়ে গতকাল বুধবার সকালে খুমেক হাসপাতালে ভর্তি হন।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় তাঁর মৃত্যু হয়। তিনি খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন রায়ের মহল এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেনের ছেলে।

হাসপাতালের রেকর্ড অনুযায়ী, ২৪ জুলাই রাত ৮টায় বাগেরহাটের কচুয়া এলাকার আল আমিন (৩৮) এবং ২০ জুলাই দিবাগত রাত ৩টা ২০ মিনিটে হাসপাতালের আইসিইউতে দীপ রায় (২৫) নামের এক রোগীর মৃত্যু হয়। তাঁর বাড়ি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার স্বপ্নপুরী এলাকায়।