কালিগঞ্জে জুলাই আন্দোলনের প্রামাণ্যচিত্র প্রদর্শনী


Sarsa Barta প্রকাশের সময় : আগস্ট ১, ২০২৫, ৭:১৩ অপরাহ্ণ /
কালিগঞ্জে জুলাই আন্দোলনের প্রামাণ্যচিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চৌমুহুনী বাজারে বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ‘জুলাই ডকুমেন্টারি’ নামে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনী। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে প্রদর্শনীটি দেখতে ভিড় করেন নানা বয়সী মানুষ।

সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া প্রদর্শনীতে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই আন্দোলনের পটভূমি, প্রেক্ষাপট এবং অংশগ্রহণকারীদের আত্মত্যাগের নানা দিক উঠে আসে। দর্শকরা জানান, একসঙ্গে ছবি আর তথ্যচিত্র দেখে সেই সময়ের আন্দোলনকে আরও কাছ থেকে অনুভব করতে পেরেছেন।

উদ্যোক্তাদের ভাষায়, নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরাই ছিল আমাদের মূল লক্ষ্য। প্রদর্শনী শেষে আব্দুর রহিম, সফিকুল ও জাহাঙ্গীর বলেন, ভবিষ্যতে যেন কোনো সরকার মানুষের ওপর অন্যায়ভাবে চেপে বসতে না পারে—এজন্য জনসচেতনতা বাড়াতে এমন উদ্যোগ আরও বেশি হওয়া দরকার।

স্থানীয় এক দর্শনার্থীর কথায়, “ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, এভাবে চোখের সামনে জীবন্ত হয়ে ধরা দিলে তা প্রজন্মের হৃদয়ে গেঁথে যায়।