সম্প্রতি পুলিশ বাহিনীর তিনজন সদস্য নিয়মানুযায়ী নবীর সুন্নাত দাঁড়ি রাখার জন্য আবেদন করে। দীর্ঘদিন অতিক্রান্ত হওয়ার পরও লিখিত অনুমতি না পাওয়া গেলেও তারা দঁড়ি সেভ করা বন্ধ করে অপেক্ষার প্রহর গুনতে থাকেন। ইতোমধ্যে তাদেরকে দাঁড়ি অবস্থায় দেখে উর্ধ্বতন কর্তৃপক্ষ শোকজ করেছেন। যা বাংলাদেশের মত শতকরা নব্বই ভাগ মুসলিম অধ্যুসিত স্বাধীন দেশে নিতান্তই গর্হিত ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ, যা ক্ষমার অযোগ্য অপরাধ।
এ প্রসঙ্গে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর ছারছীনা শরীফের পীর ছাহেব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) ২৫ আগস্ট সোমবার এক বিবৃতিতে বলেন, যে পুলিশ কর্মকর্তা এ আস্ফালন দেখিয়েছে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া উচিৎ। দাঁড়ি রাখা নবীর সুন্নাত হওয়ার পাশাপাশি শিয়ারে ইসলাম বা ইসলামের নিদর্শন। সেহেতু একটি স্বাধীন মুসলিম দেশে ইসলামের প্রতি অবমাননা বরদাশত করা যায় না। ব্যক্তি বিশেষের আমলী ত্রুটি থাকতে পারে, কিন্তু কেউ আমল করতে চাইলে তাকে বাঁধা দেয়া চরম নাফরমানীর শামিল।
তিনি বিষয়টি তদন্ত পূর্বক অপরাধীদেরকে শাস্তির আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সরকারের প্রতি আহবান জানান।
আপনার মতামত লিখুন :