নির্বাচনের রোডম্যাপ কালই ঘোষণা হতে পারে- আখতার আহমেদ


Sarsa Barta প্রকাশের সময় : আগস্ট ২৭, ২০২৫, ১০:৪০ অপরাহ্ণ /
নির্বাচনের রোডম্যাপ কালই ঘোষণা হতে পারে- আখতার আহমেদ

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার বিকেলে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, আমরা যে কর্মপরিকল্পনাটা করেছি, সেটির জন্য কালকে (বৃহস্পতিবার) পর্যন্ত অপেক্ষা করুন। রোডম্যাপ কবে ঘোষণা করা হবে? এ প্রশ্নের জবাবে ইসির সিনিয়র সচিব বলেন, আমাদের এটার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। এটা আমরা বুঝি। আপনারা কাল (বৃহস্পতিবার) পর্যন্ত অপেক্ষা করুন।

এর আগে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, কমিশন রোডম্যাপ অনুমোদন দিয়েছে। দুই-একদিনের মধ্যে প্রকাশ করা হবে।