খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাষ্ট্র বিএনপির দোয়া


Sarsa Barta প্রকাশের সময় : জুন ১৫, ২০২২, ৪:৫৩ অপরাহ্ণ /
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাষ্ট্র বিএনপির দোয়া

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং জাসাসের কেন্দ্রীয় আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খানের সদ্য প্রয়াত মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল করেছে বিএনপি। ১৩ জুন নিউইয়র্ক সিটির ব্রুকলীনে একটি রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র বিএনপি এবং জাসাসের উদ্যোগে এ আয়োজন করা হয়।

এ সময় উন্নত চিকিৎসার জন্যে বেগম খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্তির ব্যাপারে সরকারের তালবাহানার কঠোর সমালোচনাও করা হয়।
মোনাজাতে নেতৃত্ব দেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা আতিকুর রহমান।

এরপর সংক্ষিপ্ত আলোচনায় বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এবং বিএনপির নেতা-কর্মীদের করণীয় নিয়ে কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জাসাসের আহ্বায়ক হেলাল খান, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র জাসাসের আহবায়ক ইঞ্জিনিয়ার সায়েম রহমান এবং সদস্য-সচিব জাহাঙ্গির সোহরাওয়ার্দি, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবরউদ্দিন, বিএনপি নেতা কাজী আজম, ফিরোজ আহমেদ, এম এ তাহের, আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু প্রমুখ।