বাংলাদেশে নিযুক্ত ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনারের বেনাপোল বন্দর পরিদর্শন


Shohel Rana প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২৫, ৬:৩৮ অপরাহ্ণ /
বাংলাদেশে নিযুক্ত ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনারের বেনাপোল বন্দর পরিদর্শন

ওমর সিয়ামঃ বাংলাদেশে নিযুক্ত ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার পাওয়ান কুমার তুলশিদাস বন্দে এবং সেকেন্ড সেক্রেটারী গৌরাব কুমার আগোওয়াল বেনাপোল স্থল বন্দর পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার দুপুরে বন্দর পরিচালক মোঃ শামীম হোসেন রেজা  সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং  স্থলবন্দরের কার্গো টার্মিনাল পরিদর্শন করেন। সৌজন্য সাক্ষাৎ ও পরিদর্শন শেষে ভারতীয় দূতাবাসের ডেপুটি হাই কমিশনার ও সেকেন্ড সেক্রেটারি বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতের পেট্রাপোল বন্দরে গিয়ে সেখানে কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

ভারতে যাওয়া ও আসার সময়  বেনাপোল স্থল বন্দরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও ইমিগ্রেশন অফিসাররা উপস্থিত ছিলেন।পরে দুপুর ২টা ৪৫ মিনিটে সময় বাংলাদেশে ফিরে এসে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।