স্টাফ রিপোর্টারঃ যশোরে পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির আলোচিত নেতা মাসুদ আলমকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাক চুরির মামলার সূত্র ধরে শনিবার রাতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) দক্ষিণ বিভাগের অফিসার ইনচার্জ আকতার হোসেনের নেতৃত্বে একটি টিম এবং যশোর জেলা ডিবির ওসি মঞ্জুরুল হক ভুঞার নেতৃত্বে অপর একটি টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে বকচর এলাকার ভিকু চৌধুরীর বাড়ির সামনে থেকে ঢাকায় চুরি হওয়া একটি কার্গো ড্রাম ট্রাকের বডি উদ্ধার করা হয়। একই ট্রাকের সামনের অংশ উদ্ধার করা হয় যশোরের রাজারহাট এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে। সন্ধ্যা থেকে শুরু হওয়া এই অভিযান চলে রাত ১১টা পর্যন্ত।
বর্তমানে মাসুদ আলমকে ডিবি অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিবি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাক চোর চক্রের সঙ্গে মাসুদ আলমসহ আরও কয়েকজন জড়িত থাকতে পারেন। এ বিষয়ে তদন্ত চলছে।
যশোর জেলা ডিবির অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঞা বলেন, “ঢাকার বিশেষ টিমের সহযোগিতায় আমরা যৌথভাবে অভিযান পরিচালনা করেছি। আটক মাসুদ আলমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।”
এদিকে স্থানীয় সূত্র ও পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, মাসুদ আলম ও তার সহযোগিদের বিরুদ্ধে এর আগেও চোরাই গাড়ি বেচাকেনা ও প্রতারণার অভিযোগ ছিল। এ চক্রের সদস্যদের মধ্যে রয়েছেন রাকিব, রানা, দেলো, রাসেল ও রনি নামের কয়েকজন।
তারা পুরাতন গাড়ি কেনাবেচার ব্যবসার আড়ালে চোরাই যানবাহন বেচাকেনায় জড়িত বলে অভিযোগ রয়েছে। এ চক্রের কয়েকজন অতীতেও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিলেন এবং তাদের বিষয়ে স্থানীয় পত্রপত্রিকায় একাধিকবার সংবাদ প্রকাশিত হয়েছে।
সম্প্রতি যশোর পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচনে মাসুদ আলম সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন। তার গ্রেপ্তারকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুন :