বাংলাদেশ দল আসছে ডিসেম্বরে ভারত সফরে যাবে


Sarsa Barta প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৫, ২:৪২ অপরাহ্ণ /
বাংলাদেশ দল আসছে ডিসেম্বরে ভারত সফরে যাবে

আগামী ডিসেম্বরের মাঝমাঝি সময়ে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-২০ সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দুই বোর্ড সূচি চূড়ান্ত করতে কাজ করছে বলে সংবাদমাধ্যম ক্রিকবাজকে জানিয়েছেন বিসিবির এক কর্মকর্তা।

সিরিজ দুটি কলকাতা এবং কটকে হতে পারে বলে প্রাথমিক ধারণা পাওয়া গেছে। আইসিসির এফটিপির অংশ এই সিরিজ। এর মধ্যে ওয়ানডে সিরিজটি দুই দলের জন্যই পরবর্তী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অংশ।

সিরিজের পরিকল্পনার বিষয়ে বিসিবির কর্মকর্তা বলেছেন, ‘সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে যে খসড়া সূচি করা হয়েছে, সে অনুযায়ী ১৪-১৫ ডিসেম্বরের দিকে আমরা ভারতে যাব। আমরা স্বাগতিকদের এভাবেই সূচি চূড়ান্ত করতে বলেছি।’

ঘরের মাঠে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ওঠে গেছে ভারত। বাংলাদেশ টুর্নামেন্টে সপ্তম হয়ে শেষ করেছে। এবারের বিশ্বকাপে সরাসরি জায়গা পায়নি বাংলাদেশ। বাছাইপর্ব খেলতে হয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী বিশ্বকাপে সরাসরি খেলার লড়াই শুরু করবে নিগার সুলতানা জ্যোতির দল।