বাকড়ায় মায়ের গর্ভ থেকে বাঁকা পা নিয়ে ভূমিষ্ঠ হয়েছে নবজাতক কন্যা শিশু জান্নাতুল


Sarsa Barta প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৫, ৬:৫৯ অপরাহ্ণ /
বাকড়ায় মায়ের গর্ভ থেকে বাঁকা পা নিয়ে ভূমিষ্ঠ হয়েছে নবজাতক কন্যা শিশু জান্নাতুল

হাফিজুর রহমান হাফিজ বাঁকড়া ঝিকরগাছা:

যশোরের বাকড়ায় মায়ের গর্ভ থেকে বাঁকা পা নিয়ে ভূমিষ্ঠ হয়েছে সোনিয়া বেগমের নবজাতক কন্যা শিশু জান্নাতুল। গত পহেলা নভেম্বর বাঁকড়া একতা মেডিকেল সার্ভিস ক্লিনিকে আলোর মুখ দেখে এ প্রতিবন্ধী। উপজেলার হরিহরনগর ইউনিয়নের রুপোসপুর গ্রামের রফিকুল ইসলাম হতভাগ্য শিশুটির পিতা।

চিকিৎসক সূত্রে জানা গেছে শিশুটির মায়ের রক্তের গ্রুপ বি নেগেটিভ এবং নবজাতকের রক্তের গ্রুপ বি পজেটিভ এধরনের ক্ষেত্রে প্রথম সন্তান ৭২ ঘণ্টার মধ্যে মায়ের শরীরে এন্টি -ডি ইনঞ্জেকশন প্রয়োগ না করলে পরবর্তী গর্ভধারণে শিশুর শারীরিক জটিলতা বা প্রতিবন্ধকতা দেখা দেয়ার আশংকা থাকে।

শিশুটির চিকিৎসা এবং ভবিষ্যতে সন্তান সুস্থভাবে জন্মের জন্য মানবিক সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছেন একতা মেডিকেল সার্ভিস এর পরিচালক আরিফ বিল্লাহ।

তিনি গতকাল ৪ নভেম্বর পরিবারের হাতে নগদ চার হাজার টাকা তুলে দেন এ সময় উপস্থিত ছিলেন বাঁকড়া বাজারের সভাপতি বিএনপি নেতা আলহাজ্ব মিজানুর রহমান, প্রেসক্লাব বাঁকড়ার সভাপতি মুহা. আবুল কালাম আজাদ, সম্পাদক হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন ও ব্যবসায়ী মোজাহারুল ইসলাম প্রমূখ ।

নবজাতকের বাঁকা পা ঠিক করতে অন্তত ৫০০০০টাকা প্রয়োজন তার পিতা রফিকুল ইসলাম মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন ০১৯৪৭৭৯৪১০৬ নগদ নাম্বারে।