

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার দাবি পুনর্ব্যক্ত করেছেন। তিনি সামান্য একটু ভুল সংশোধন করে নিয়েছেন। সম্প্রতি ট্রাম্প দাবি করেছেন যুদ্ধের সময় ভূপতিত হওয়া যুদ্ধবিমানের সংখ্যা আসলে সাত নয়, বরং আট। মিয়ামিতে অনুষ্ঠিত আমেরিকা বিজনেস ফোরামে মার্কিন প্রেসিডেন্ট বুধবার দাবি করেছেন ভারত পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর দেশ মে মাসে নিজেদের বাণিজ্য চুক্তি বাতিলের হুমকি দেওয়ার পরে তার কথাতেই হয়েছিল শান্তি স্থাপন।
যদিও ভারত পাকিস্তানের কাছে তাদের যুদ্ধবিমান হারানোর কথা এবং ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধ বিরতি হওয়ার কথা সবসময় অস্বীকার করে এসেছে। ভারত-পাকিস্তান পর্ব ছিল আটটি সংঘাতের মধ্যে একটি। মার্কিন রাষ্ট্রপ্রধান ভারত পাকিস্তান যুদ্ধের পাশাপাশি কসোভো-সার্বিয়া এবং কঙ্গো-রুয়ান্ডার যুদ্ধ থামিয়েছেন বলে দাবি করেছেন। তারপরেই বিজনেস ফোরামে ট্রাম্প নিজেকে বিশ্ব শান্তিরক্ষী হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন।
মার্কিন রাষ্ট্রপ্রধানের কথায়, “আমি ভারত ও পাকিস্তানের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করব বলে জানিয়েছিলাম। তারপর আমি একদিন সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় পড়লাম দুই দেশ যুদ্ধে লিপ্ত হচ্ছে। সাতটি বিমান ইতিমধ্যেই গুলি করে ভূপতিত করা হয়েছে, অষ্টমটির অবস্থাও গুরুতর। আটটি বিমান মূলত গুলি করে ভূপাতিত করা হয়েছিল। তখন আমি বলেছিলাম দুই দেশ যা করতে চলেছে তাকে যুদ্ধ বলে। ভারত-পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ। তাই তাদের আমি বলি, ‘যতক্ষণ না তোমরা শান্তিচুক্তিতে সম্মত হও, ততক্ষণ আমি তোমাদের সঙ্গে কোনও বাণিজ্য চুক্তি করব না।”
ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন প্রথমে শান্তিচুক্তিতে দুই দেশের কেউই সম্মত হয়নি। বরং তারা জানিয়েছিল যুদ্ধের সঙ্গে বাণিজ্যচুক্তির কোনও সম্পর্ক নেই। তার সংযোজন, “দুই দেশই বলে বাণিজ্যচুক্তির সঙ্গে যুদ্ধের কোনও সম্পর্ক নেই। আমি বলেছিলাম, অবশ্যই আছে। তোমরা পারমাণবিক শক্তিধর দেশ। আমি তোমাদের সঙ্গে বাণিজ্য করব না। তোমরা যদি একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হও, তাহলে আমরা তোমাদের সঙ্গে কোনও চুক্তি করব না। পরের দিনই ফো নে খবর পাই ভারত-পাকিস্তান শান্তিস্থাপনে সম্মত হয়েছে। তখন আমি ‘ধন্যবাদ জানিয়ে দুই দেশকে বলি চল বাণিজ্য করি।”
আপনার মতামত লিখুন :