ভারতের গমে আমিরাতের নিষেধাজ্ঞা


Sarsa Barta প্রকাশের সময় : জুন ১৬, ২০২২, ৫:৫৯ পূর্বাহ্ণ /
ভারতের গমে আমিরাতের নিষেধাজ্ঞা

ভারত থেকে কেনা গম এবং গমজাত আটা-ময়দা রফতানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। আগামী চার মাসের জন্য ভারত থেকে গম কেনার ওপরেও নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছে দেশটি। এমন সিদ্ধান্তের কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি আমিরাতের পক্ষ থেকে।

ঘরোয়া বাজারের চাহিদা মেটাতে গত ১৪ মে গম রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল নরেন্দ্র মোদি সরকার। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে নয়াদিল্লির এই সিদ্ধান্তের জেরে ইউরোপ ও পশ্চিম এশিয়ায় গমের দাম বাড়তে শুরু করে। একাধিক দেশ এবং আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) পক্ষ থেকে ইতোমধ্যে ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে ভারতের কাছে।

কূটনীতি বিশেষজ্ঞদের একাংশের মতে, ভারতের শাসকদলের নেতা-নেত্রীদের বিতর্কিত মন্তব্যই এমন সিদ্ধান্তের কারণ। তবে আমিরাত সরকারের এমন সিদ্ধান্তের পেছনে আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতি সংক্রান্ত কোনো কারণ থাকার সম্ভাবনাও রয়েছে বলে মনে করছেন অনেকে।

একটি সংবাদমাধ্যমে বিজেপি মুখপাত্র নূপুরের বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে আরব দুনিয়ায় প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতকে। সৌদি আরব, কাতারসহ একাধিক দেশের শপিং মলে ভারতীয় পণ্য বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি হয়।

সূত্র : আনন্দবাজার পত্রিকা