শিকারপুর ধানের শীষের বিজয়ী করার লক্ষে মফিকুল হাসান তৃপ্তির উঠান বৈঠক ও লিফলেট বিতরণ


Shohel Rana প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৫, ৭:৪৮ অপরাহ্ণ /
শিকারপুর ধানের শীষের বিজয়ী করার লক্ষে মফিকুল হাসান তৃপ্তির উঠান বৈঠক ও লিফলেট বিতরণ

হিরোন আহম্মেদঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীক প্রাপ্ত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তিকে স্বাগত জানাতে ২ নং লক্ষণপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত ৩ নং ওয়ার্ডের শিকারপুর হাই স্কুল মাঠে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। জনাব তৃপ্তির আগমন ঘিরে এলাকাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। শার্শার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষ মাঠে উপস্থিত হয়ে তাঁকে অভ্যর্থনা জানান।

সমাবেশে মফিকুল হাসান তৃপ্তি বলেন, বাংলাদেশের জনগণের মুক্তির প্রতীক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই মহান নেতা, যিনি মানুষের অধিকার ও উন্নয়নের কথা চিন্তা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন। তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান সময়ের গণতন্ত্রের প্রতীক দেশনায়ক তারেক রহমান-এই জিয়া পরিবার বাংলাদেশের গণতন্ত্রের রক্ষক।

তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে দেশে স্বৈরতন্ত্রের শাসন চলছে, বিএনপি ও জাতীয়তাবাদী পরিবার নির্যাতন, গুম ও মিথ্যা মামলার শিকার হয়েছে, কিন্তু তারা জনগণের অধিকার আদায়ের লড়াই থেকে সরে আসেনি। ৫ই আগস্টের ঐতিহাসিক প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন দেশনায়ক তারেক রহমান, যিনি জনগণকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াইয়ে উদ্বুদ্ধ করেছেন।

তিনি শার্শার উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করে বলেন, নির্বাচিত হলে শার্শার কোনো রাস্তা কাঁচা থাকবে না, শিকারপুর হাই স্কুলে আধুনিক ডিজিটাল ভবন নির্মাণ করা হবে, নারীদের জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে, শিক্ষিত বেকারদের জন্য বেকার ভাতা ও উপযুক্ত চাকরির ব্যবস্থা করা হবে। শিক্ষার্থীদের কারিগরি প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, আন্দোলপোতা খাল পুনঃখনন এবং সোনাইমুড়ি খালের পানি নিষ্কাশন উন্নত করে শার্শার জলবদ্ধতা দূর করার প্রতিশ্রুতি দেন তিনি। কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ প্রদান এবং কৃষি কার্যক্রমে আধুনিক সহায়তা নিশ্চিত করার কথাও ঘোষণা করেন।

সবচেয়ে দৃঢ় কণ্ঠে তিনি ঘোষণা দেন, যদি তিনি এমপি নির্বাচিত হন, তবে শার্শায় কোনো মাদক ব্যবসায়ী স্থান পাবে না—মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। তিনি বলেন, বাংলাদেশকে ঘিরে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে, কিন্তু আগামী ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি বিজয়ী হবে এবং দেশনায়ক তারেক রহমান হবেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। সমাবেশে তিনি নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাওয়ার আহ্বান জানান এবং প্রতিটি ভোটারের হাতে লিফলেট পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।

পরে তিনি ২ নং লক্ষণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মহরম চেয়ারম্যানের ভগ্নিপতি ও ৩ নং ওয়ার্ডের মুক্তদা খামারপাড়া গ্রামের মরহুম জালাল উদ্দিনের কবর জিয়ারত করেন, তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এরপর তিনি লক্ষণপুর বাজারে একটি পথসভায় অংশ নেন এবং নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পথসভা শেষে মিছিলটি বাজার প্রদক্ষিণ করে, যেখানে হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

সমাবেশে উপস্থিত ছিলেন শার্শা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা থানা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, শার্শা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন, শার্শা থানা বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, বিএনপি’র সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক মুনতাসিম আজিম সাগর, শার্শা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাকিবুল হাসান রিপন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, যশোর জেলা কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন টিপু, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ বিপ্লব মন্ডল, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইনজামামুল হক, শার্শা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন, বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ২ নং লক্ষণপুর ইউনিয়নের বিএনপি’র সেক্রেটারি শামসুর রহমান, সঞ্চালনা করেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা থানা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়নের বিএনপির যুগ্ম সম্পাদক সুলতান আলী মাস্টার, শার্শা থানা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী মাস্টার, লক্ষণপুর ইউনিয়ন যুবদল নেতা আমির হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল পরিমাণ নেতাকর্মী।