জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি


Shohel Rana প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৫, ২:৩৩ অপরাহ্ণ /
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

ওমর সিয়ামঃ যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌরসভায় বড়আঁচড়া গ্রামের আব্দুল জব্বারের ছোট ছেলে আব্দুল্লাহ ২৪ এর গণঅভ্যুত্থানে শহিদ হয়েছিল। শুক্রবার (১৪ নভেম্বর তার প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি দেন উপজেলা প্রশাসক ও বেনাপোল পৌরসভা।

শ্রদ্ধাঞ্জলিতে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি নিয়াজ মাখদুম ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেনাপোল পৌরসভা,শহিদ আব্দুল্লাহ পিতা আব্দুর জব্বার, আব্দুল্লাহ আল মাসুম রনি প্রধান সহকারী বেনাপোল পৌরসভা, মফিজুর রহমান, নক্সাকার বেনাপোল পৌরসভা মশিউর রহমান, ষ্টোর কিপার বেনাপোল পৌরসভা।

এ সময় নিয়াজ মাখদুম বলেন , আমরা উপজেলা প্রসাশক ও পৌরসভা প্রশাসক সবর্দা শহিদ পরিবারের পাশে আছি।

শহিদ আব্দুল্লাহ পিতা বলেন, আজ আমার সম্মান, টাকা পয়সা সবই আছে, শুধু আমার সন্তান কাছে নেই।শহীদ আব্দুল্লাহর মামা ইসরাইল সরদার বলেন, আপনারা সবাই আমার ভাগ্নের জন্য দোয়া করবেন যাতে সে পরকালে ভালো থাকে এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌসের দান করেন।